
সারাদিনের ক্লান্তির কারণ কী?
আদ্রতা!
ভিটামিন বি-১২!
ডায়াবিটিস!
রক্তস্বল্পতা!
অপর্যাপ্ত ঘুম!
আরো পড়ুন : লিভার ভালো রাখতে মেনে চলতেই হবে যেসব নিয়ম

বিষন্নতা!
অতিরিক্ত মানসিক চাপ!
স্বাভাবিক কিছু মানসিক চাপ আমাদের নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে উঠলেও যখন এর মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তখন কিন্তু এই চাপ আর চাপ থাকে না, হয়ে ওঠে বোঝা। আর এই বোঝা সদৃশ মানসিক চাপ কমিয়ে দিতে পারে আমার কর্মক্ষমতা যার দরুন জন্ম নেয় সারাদিনের ক্লান্তি নামক বিষয়ের। চাপ এড়ানোর জন্য অনেকে অনেক কিছু বলে থাকলেও আদতে যে বা যারা মানসিক চাপে ভুগছেন, তারা জানেন বিষয়টার ভার কতটা। সেক্ষেত্রে যোগব্যায়াম, ধ্যান, সাধারণ কিছু ব্যায়াম আপনাকে কিন্তু দারুণ সাহায্য করবে।