ফুসফুস ভালো রাখার উপায়
পানি: যার অপর নাম জীবন!

জোর দিন ফল ও শাকসবজিতে
আরও পড়ুন : বাঁচানো যাবে না পৃথিবীর ফুসফুসকে?
একটি তুলসী গাছের কাহিনি
ব্রকলি: ফুলকপির আত্মীয় মনে করা সবজিটি
সবুজ রঙের সেই চা’টি
আবার আসুন ফিরে, মাছে-ভাতে বাঙালি হয়ে
ফিরে যাচ্ছি চিরচেনা আদা-রসুনের কাছে
কাঁচা হলুদ নিয়ে এক চিমটি আলাপন
হাজার বছর, না! এরও বেশি বছর বললেও কম হয়ে যাবে। তারও আগে থেকে এশিয়া মহাদেশে শুধু মশলা হিসেবেই নয় বরং ঔষধ হিসেবেও ব্যবহৃত হয়ে আসা উপাদানটির নাম কাঁচা হলুদ। কারকিউমিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হলুদ ফুসফুসকে দূষিত পদার্থের প্রভাব থেকে বাঁচিয়ে রেখে প্রদাহ কমাতে সাহায্য করে। রোজ সকালে একটু খানি কাঁচা হলুদ চিবিয়ে খেলেও উপকার পাবেন বইকি। শুধু হলুদ খেতে কেমন কেমন লাগলে মধু কিংবা দুধের সাথে মিশিয়েও খেতে পারেন। তাতেও উপকার কমবে না বরং আরও বেড়ে দ্বিগুণ হবে মধু আর দুধের কল্যাণে।